পুজোর শেষে-Pujor Shese

কলমে দেবযানী চক্রবর্ত্তী

সব পুজো শেষ হলে;

বিষাদ ধরে ঘিরে।

দুখি মন ডুব দেয় ,

হাজার কাজের ভিড়ে।

পুজো কি ধর্ম শুধু?

পুজো তো আবেগ মোদের।

প্রবল শৈত্যের মাঝে ,

দেখা  একফালি রোদের ।

পুজো মানে কেনাকাটা,

দোকানির হাসিমুখ ।

পুজো এলে ঢাকি ভায়া আশায় বাধে বুক।

প্রতিমার কারিগরে

থাকে শুধু মুখিয়ে।

দেব দেবী মূর্তি ;

দেবে দুখ ঘুচিয়ে।

আলোক শিল্পীদেরও

হয় মুখ উজ্জ্বল।

রোজগার করে তারা,

পুজো কোরে সম্বল।

পুজো এলে ছুটি পায় ,

চাকুরে মেয়েটি।

ছুটি নিয়ে বাড়ি আসে ,

প্রবাসী ভাইটি।

আড্ডা জমে যায়

গলি থেকে গৃহকোণে ।

পুজো শেষে স্মৃতিগুলো ,

থাকে শুধু মুঠোফোনে।

পুজোর শেষে-Pujor Shese

No comments:

Post a Comment

please leave your valuable remarks