কলমে দেবযানী চক্রবর্ত্তী
সন্তানহীনা মেয়েটি
গান করে ভালবেসে,
‘সমাজ চোখ রাঙিয়ে
বলে ওর এখনও এসব আসে?’
স্বামীহীনা মেয়েটি
হাতের কাজেতে ভাল,
অমনি সমাজ পিছু
থেকে বলে ,”স্বামী নেই তাই এসব নিয়েই মোল !
ডিভোর্সী মেয়েটি পেশায় ল-ইয়ার,
সমাজ তাকেও বলে
পিছে,“এত যুক্তি-তক্ক করলে বিয়ে টেঁকে কার?”
স্বাধীনচেতা
মেয়েটির জেদ সে দাঁড়াবেই নিজের পায় ,
স্বামী
-
সন্তান এসবের ওপর সে মা-বাবার সুখ চায় ।
সেসব আর নাইবা
বললাম সমাজ তাকে কী বলে মজা পায়,
সমাজের কাজ সমাজ
করেছে নিন্দা করেছে পিছে,
সমাজের কথা ভেবে
কেন মেয়ে দুখ পাও মিছে মিছে!
সেই সমাজকে কর
বয়কট যে তোমার গুণকে কর হেয়
গুণের আড়ালে
দোষ খুঁজে বেড়ানো সমাজ স্বতঃবর্জনীয় ।।
মনের কথা-moner kotha
No comments:
Post a Comment
please leave your valuable remarks