কলমে দেবযানী চক্রবর্ত্তী
শোন্ মেয়ে তুই
আগের মতই আছিস,
আগের মতই দেখতে
খুব মিষ্টি ।
চোখদুটি তোর
সেইরকমই ডাগর,
হাসলে পরে ঝরে
মুক্তবৃষ্টি !
আগের মতই ঘন
কালো চুল ;
আগের মতই টোল পরে তোর গালে!
বয়স যেন থমকে
গেছে তোর !
একটুকুও বদলালি
তুই নারে!
মেয়ে হেসে কয়
, “চুপ কর তুই আরশি “,
“বদল কি শুধু
বাইরে থেকেই হয়?”
আসল বদল হয় তো
ভিতর থেকে,
শুধু দেখার চোখ
থাকতে হয়।
তুই তো শুধু
চেহারাটাকেই দেখিস,
মনের খবর তুই
জানবি কী?
এখনও আমি আছি
কি সেই একই ?
দুদিন আগেও ছিলাম
যেমনটি ?
প্রতিদিনই হরেকরকম
ঢেউ –
আছড়ে পরে সবার
জীবন তটে ।
চলতে চলতে রকম
অভিজ্ঞতা _
স্তরে স্তরে
জমছে জীবন ঘটে!
অভিজ্ঞতা হল
সেই শিল্পী ,
যে তুলির টানে
মনকে রাঙিয়ে তোলে।
মনকে শেখায় শক্ত
থাকতে হবে ,
জীবন যুদ্ধে
ঝঞ্ঝা আসলে পরে।
মন বুঝে নেয়
আপন পরের হিসেব,
মন বুঝে নেয়
সবই ক্ষণস্থায়ী ।
মন বুঝে নেয়
অতিরিক্ত আবেগ,
চলার পথে দুখের
জন্য দায়ী।
এবার তুইই বল
আরশি আমায় ,
বদল কি আমার
হয় নি এতটুকু ?
সারাজীবন তুই
কি দেখবি শুধু…
শুধু আমার চেহারাটুকু
?
মানবব্জীবন নদীর
স্রোতের মত ,
মুহূর্তক্ষণ
পরেই যে বদলায়।
মানুষ শুধু সুখের
মুহুর্তকেই ,
সারাজীবন ধরে রাখতে চায়।।
মেয়ে ও আরশি-meye o arshi
No comments:
Post a Comment
please leave your valuable remarks