ভালবাসা-bhalobasa

 লমে দেবযানী চক্রবর্ত্তী

ভালবাসা হল একটা অনুভূতি । যারা বলেন ভালবাসা মরে না তারা আসলে ভুল কথা বলেন। ভালবাসারও মৃত্যু হয় ! একটা ছোট্ট চারাগাছে প্রতিদিন জল সিঞ্চন করে তাকে যেমন একটা বৃহৎ বৃক্ষে পরিণত করা যায়, তেমনই ভালবাসা কেও ত্বরান্বিত করতে অনেকটা যত্ন , সহযোগিতা, সহমর্মিতা প্রয়োজন ।আমরা আসলে মুহূর্তের প্রেমে পরি।কোনও মুহূর্তে কারওর বাচনভঙ্গিতে স্নেহের পরশ , কারোর স্নিগ্ধ প্রাণোচ্ছল হাসি , বিপদে কারোর সাহায্যের স্পর্শ আমাদের হৃদয় ছুয়ে যায়।

সেই মুহূর্তের ভাললাগা বা প্রেম যাই বল না কেন তা ধীরে ধীরে ভালোবাসায় পরিণত হয় তখনই যখন পরমুহুরতের কার্যকলাপে তার রেশ আমরা খুঁজে পাই। প্রথম মুহূর্তের ভাললাগা আসলে আমাদের মনের মধ্যে একধরণের চাহিদা তৈরি করে যা আমাদের মনকে আশ্বস্ত করে যে বিপদে পড়লে অমুক মানুষটাকে আমি পাশে পাব বা অমুক ব্যক্তি তার স্নিগ্ধ হাসি দিয়ে আমার সকল দুঃখ কষ্ট দূর করবে। এই চাহিদা মনের গহীন চাহিদা যা অন্তরের অন্তস্থলে লুকিয়ে থাকে। এই চাহিদার অপ্রাপ্তিতে ভালোবাসা ক্ষীণ হতে হতে তার মৃত্যু ঘটে । কারও কারও মনে থেকে যায় অবশ্য অতীতের সেইসব মুহূর্তের ভালোলাগা যাকে আর কোনমতেই ভালোবাসা বলা যায় না। কারণ সেই অতীতের মুহূর্ত তার মনে যতই সুখস্মৃতি এনে দিক না কেন বর্তমানের মুহূর্তেরা সেই রেশ বহন করে না। তাই ভালোবাসাকে যত্ন করুন তার   গোড়ায় জল দিন। দেখবেন আপনার ভালোবাসা বৃক্ষ হয়ে একদিন আপনাকে ছায়া প্রদান করছে। আর শুধু রূপ বা স্ট্যাটাস দেখে যে ভালোলাগা তৈরি হয় তা অনেকটা পূজোর সময় দোকান থেকে নূতন পোশাক কেনার মত। কেউ কিছু মনে করবেন না আপনার ভালবাসার মানুষটি যদি রূপবান বা রূপবতী হন বা যদি উচ্চপদে আসীন থাকেন । শুধু মনকে প্রশ্ন করবেন আপনি রূপ বা স্ট্যাটাস ছাড়া আর কোন গুণটি দেখে আপনি তার প্রতি আকৃষ্ট হয়েছেন ! এখানে মানবিক গুণের কথা বলছি। স্নেহ, প্রেম, দয়া, মায়া, শ্রদ্ধা, সহযোগিতা ইত্যাদি। যদি এই গুণগুলোর দেখা পান সেই ব্যক্তির মধ্যে তাহলে ঠিক আছে , নয়ত সতর্ক হন । পরিশেষে একটাই কথা বলব সব কিছুর ঊর্ধেব রাখুন মা বাবার ভালবাসাকে। আপনাকে চোখে দেখার আগে থেকে আপনার উপর তাদের ভালোবাসা বর্ষিত হচ্ছে। তারা কার্যকারণ সম্পর্কের ঊর্ধেব । এই ভালোবাসা অমর।

ভালবাসা-bhalobasa

No comments:

Post a Comment

please leave your valuable remarks